বাংলাদেশের দুই উইকেটের পতন


প্রকাশিত: ১২:১৪ পিএম, ১৫ মার্চ ২০১৬

ভারতের দেওয়া ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশ শিবিরে আঘাত হেনেছেন অনুজা পাতিল। আয়শা রহমানকে (৪) শিখা পাণ্ডের ক্যাচে পরিণত করেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৬ ওভারে ২৩ রান। ১৭ রান নিয়ে ব্যাটিং করছেন শারমিন আক্তার। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে নেমেছেন সানজিদা ইসলাম।

এর আগে মঙ্গলবার ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারতের মেয়েরা। ব্যাটিংয়ে নেমে শুরুটা করে তারা দুর্দান্ত। দুই ওপেনার ভেল্লাশ্বামী ভানিথা ও মিথালি রাজের ব্যাটিং তাণ্ডবে মাত্র ৫ ওভার ২ বলেই পঞ্চাশ রানের কোটা পার করে তারা। উদ্বোধনী জুটিতে ৬২ রান সংগ্রহ করেন এ দুই ব্যাটসম্যান।

তবে অষ্টম ও নবম ওভারে ভেল্লাশ্বামী ভানিথা ও স্মৃতি মান্ধারাকে আউট দারুণভাবে খেলায় ফিরে আসে বাংলাদেশ। মাত্র ২৪ বলে ৭টি চারের সাহায্যে ৩৮ রান করেন ভানিথা। এক প্রান্তে দারুণ ব্যাটিং করে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান মিথালি। ৩৫ বলে ৫টি চারের সাহায্যে দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন তিনি।

চার নম্বরে নেমে ২৯ বলে ৪০ রানের ঝড়ো ব্যাটিং করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন হারমানপ্রিত কৌর। এ রান করতে ৩টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। এছাড়া ভেদা কৃষ্ণামুরথি ২৩ বলে ৩৫ রান করেন।

বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ যথাক্রমে ৩৫ রান দিয়ে ২টি করে উইকেট নেন। এছাড়া নাহিদা পান ১টি উইকেট।

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।