সন্দ্বীপে কনটেইনারবাহী জাহাজ উদ্ধারে নৌবাহিনী
চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে আংশিক নিমজ্জিত অভ্যন্তরীণ কনটেইনারবাহী জাহাজ পানগাঁও এক্সপ্রেসের উদ্ধারে যোগ দিয়েছে নৌবাহিনী। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে কনটেইনারবাহী জাহাজ পানগাঁও এক্সপ্রেস আংশিক নিমজ্জিত হয়েছে। এ জাহাজ উদ্ধারে যোগ দিয়েছে নৌবাহিনীর সদস্যরা।
টিটি/এএএইচ/জেআইএম