সন্দ্বীপে কনটেইনারবাহী জাহাজ উদ্ধারে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ০৬ জুলাই ২০২৩

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে আংশিক নিমজ্জিত অভ্যন্তরীণ কনটেইনারবাহী জাহাজ পানগাঁও এক্সপ্রেসের উদ্ধারে যোগ দিয়েছে নৌবাহিনী। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে কনটেইনারবাহী জাহাজ পানগাঁও এক্সপ্রেস আংশিক নিমজ্জিত হয়েছে। এ জাহাজ উদ্ধারে যোগ দিয়েছে নৌবাহিনীর সদস্যরা।

টিটি/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।