একাদশে ফিরলেন আরাফাত সানি


প্রকাশিত: ০৯:২৫ এএম, ১৬ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এ ম্যাচে ফিরে এসেছেন বাংলাদেশ দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আরাফাত সানি। দুদিন আগেই চেন্নাই থেকে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন এ বাঁ-হাতি।

বাছাই পর্বে সর্বশেষ ওমানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সে ম্যাচের একাদশে থাকা আবু হায়দার রনির পরিবর্তে দলে ঢুকেছেন সানি। আগের ম্যাচে বলার মত কোনো পারফরম্যান্স করতে না পারায় রনির পরিবর্তন অনুমিতই ছিল। এছাড়াও ইডেনের মাঠ কিছুটা স্পিনারদের সহয়তা করে বলেও সানিকে দলে নিয়েছে বাংলাদেশ।

কদিন আগেই বাছাই পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে সানি ও তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে ত্রুটি ধরে আইসিসি। এরপর চেন্নাই গিয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন সানি, দিয়েছেন তাসকিনও। এ দুই তারকাই আজ পাকিস্তানের বিপক্ষে দলে রয়েছেন।

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।