তামাকজাত পণ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবার্তা বাস্তবায়নের দাবি
তামাকজাত পণ্যের মোড়কের ৫০ শতাংশ জায়গা জুড়ে আগামী ১৯ মার্চের মধ্যে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তা বাস্তবায়নের দাবি জানিয়েছে তামাকবিরোধী বিভিন্ন সংগঠন। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে গবেষণার প্রতিবেদন তুলে ধরে বক্তারা বলেন, এক প্যাকেট সিগারেট ব্যবহারকারী প্রতিদিন কমপক্ষে ২০ বার এবং বছরে ৭ হাজার বার সিগারেটের প্যাকেটে ছাপানো ছবি দেখে থাকেন। অর্থাৎ এটি একটি কার্যকর এবং সরকারের জন্য সাশ্রয়ী পন্থা, যা তামাক ব্যবহারের সময় প্রতিবারই ব্যবহারকারীকে তামাকের ক্ষতি সম্পর্কিত বার্তা প্রদান করতে থাকে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহছানিয়া মিশন, এসিডি, ইপসা, সীমান্তিক, উবিনীগ, ইসি বাংলাদেশ, ডব্লিউবিবি ট্রাস্ট, নাটাব, প্রত্যাশা, এইড ফাউন্ডেশন এবং প্রজ্ঞা নামক সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
এএস/আরএস/এমএস