নাটোরে অবৈধ অস্ত্র বহনের দায়ে ১৭ বছরের কারাদণ্ড
নাটোরে অবৈধ অস্ত্র বহনের অভিযোগে আরিফুর রহমান নামে এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আরিফুর রহমান নাটোরের বনপাড়ার নাজিম উদ্দিনের ছেলে।
নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার মালিপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব-৫ এর সদস্যরা। এ সময় মালিপাড়া এলাকার আরিফুর রহমানকে সন্দেহ হলে দেহ তল্লাশি করে একটি আমেরিকান অটোমেটিক পিস্তল ও দুই রাউন্ড পায়। পরে গুলিসহ তাকে আটক করে বড়াইগ্রাম থানায় সোপর্দ করে র্যাব।
এ বিষয়ে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের অভিযোগে বড়াইগ্রাম থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। অভিযোগপত্র দায়েরের পর শুনানি শেষে জেলা ও দায়রা জজ রেজাউল করিম আরিফুর রহমানকে এই সাজা প্রদান করেন।
রেজাউল করিম রেজা/এফএ/এবিএস