নতুন নৌবাহিনী প্রধান হচ্ছেন নাজমুল হাসান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১৬ জুলাই ২০২৩

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। তিনি আগামী ২৪ জুলাই ভাইস এডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন।

রোববার (১৬ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ নাজমুল হক।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানকে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের আইন, ২০১৮ অনুসারে আগামী ২৪ জুলাই অপরাহ্নে ভাইস এডমিরাল পদে পদোন্নতি প্রদানপূর্বক ওইদিন অপরাহ্ন থেকে ২০২৬ সালের ২৩ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে আগামী ২৪ জুলাই অপরাহ্ন থেকে নৌবাহিনীর চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

টিটি/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।