ক্যানসার আক্রান্ত শিশুকে বাঁচাতে এগিয়ে আসুন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৮ জুলাই ২০২৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভদ্রাসন গ্রামের মো. সাঈদুল হাওলাদারের একমাত্র মেয়ে সানায়া ইরহা (৩) এর চিকিৎসার সাহায্যে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে পরিবার। তিন বছর বয়সী শিশুটির গত ২৬ মার্চ ব্লাড ক্যানসার (একিউট লিম্ফোসাইটিসি লিউকেমিয়া, অল-বসেল) এর উচ্চ ঝুঁকি ধরা পড়ে।

বর্তমানে শিশুটি ভারতের দিল্লির ফোর্টিস মেমোরিয়াল গবেষণা ইনস্টিটিউট একমাসের বেশি সময় ধরে চিকিৎবাধীন এবং কেমো ট্রিটমেন্ট চলমান। এছাড়া প্রতিনিয়ত নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। ফলে একটানা হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছে।

ব্যাকটেরিয়া আক্রমণ করায় শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে গত ১৩ দিন ধরে শিশুটিকে পিআইসিইউতে চিকিৎসা চলছে। ওর ফুসফুসে ব্যাকটেরিয়া আক্রমণ করায় নিশ্বাস নিতে অসুবিধা হচ্ছে তাই তাকে ভ্যান্টিলেটর সাপোর্ট এ কৃত্রিম নিঃশ্বাসের মাধ্যমে রাখা হয়েছে।

এই রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি, সাধারণত ২-৩ বছর করতে হয় এবং অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় চিকিৎসা খরচ চালিয়ে যাওয়া অত্যন্ত কষ্টদায়ক হয়েছে পরিবারের কাছে। এরই মধ্যে, শিশুটির পরিবার প্রায় ২০ লাখ টাকা খরচ করেছে এবং বর্তমানে হসপিটালাইজড হওয়ার কারণে বিলের পরিমাণও অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। ওর অবস্থা অবনতির দিকে যাওয়ায় চিকিৎসার জন্য অস্বাভাবিক হারে টাকা খরচ হচ্ছে।

সামান্য বেতনের চাকুরে বাবার পক্ষে এত টাকা জোগাড় করা কার্যত অসম্ভব। আপনারদের যার যার অবস্থান থেকে সামান্য দানে বেঁচে যাবে একটি শিশুর প্রাণ। তাই সবার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ এবং দোয়া প্রার্থনা করছে শিশুটির পরিবার।

যোগাযোগ:

সাব্বির আহমেদ (শিশুটির নানা)
ফোন নম্বর: +8801785891005

সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ/নগদ: 01950855926
Bank Details:
Account Name: Sadia Ahmed
Account Number: 20507770202401020

Bank name: Islami Bank Bangladesh Ltd.
Branch: Kanchpur (কাচপুর)

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।