জাতির পিতার জন্মদিনে শিশুদের ক্যানভাস আর্ট ফেস্ট


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ১৭ মার্চ ২০১৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্লবীতে শুরু হয়েছে ‘ক্যানভাস আর্ট ফেস্ট ২০১৬’ শীর্ষক চিত্রাঙ্গন প্রতিযোগিতা।

বাসন্তের সকালে পাখির কলতানে মুখরিত শিশুদের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হয়।পরে সকাল ৯টায় মঞ্চে গান পরিবেশন করেন  কুষ্টিয়ার বাউল শিল্পীরা। বাউল শিল্পীদের পারিবেশনার মাঝেই ভরে ওঠে শিশুদের  জমায়েত। স্বাগত বক্তব্য পর্ব শেষে সোয়া ১০টায়  শুরু হয় উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা।  রঙ, পেন্সিল, তুলি আর ক্যানভাস নিয়ে ব্যস্ত  হয়ে পড়ে দেড়শতাধিক শিশু শিল্পী।

উৎসবে স্বাগত বক্তব্য রাখেন ক্যানভাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী মোস্তফা আলম (এফসিএ)। এর আগে বাউল শেখ শামীম রেজা ও তার দল গোষ্ঠগীতি পরিবেশন করেন। বিকেল নাগাদ উৎসবে অংশ নেবেন কার্টুনিস্ট আহসান হাবীব, আনুশেহ আনাদিল, শিল্পী, কবি ও নির্মাতা টোকন ঠাকুর, মিডিয়াকর্মী এশা ইউসুফ, নির্মাতা সামির অহমেদ, স্থানীয় সংসদ সদস্য  ইলিয়াস উদ্দিন মোল্লাসহ আরো অনেকে।

চিত্রাঙ্কন প্রতিযোগীতা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। গান গাইবেন শোয়েব, রিজভী, কুয়াশাসহ আরো অনেকে। এছাড়াও থাকছে জলপুতুলের পাপেট শো। উৎসবে শিশু কলাকারদের তৈরী  ছাপচিত্র, টেরাকোটাসহ অর্ধশত শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। দুপুরের পর এ প্রদর্শনীতে উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের চিত্রকর্মও স্থান পারে।

‘ক্যানভাস’ -এর নিজস্ব ক্যাম্পাস সংলগ্ন সড়কে চলমান এ শিশুশিল্প উৎসবের ব্যাপারে  আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এর উদ্দেশ্য শিশুশিল্পীদের মনোজগতের মনন ও ভাবপ্রকাশের বিজ্ঞানকে একটুখানি উসকে দেয়া।

এ উপলক্ষে চার সপ্তাহের এক আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছিলো। গত ২০ ফেব্রুয়ারি শুরু হওয়া এই ক্যাম্পটি শেষ হয় গত ১২ মার্চ। যাতে প্রায় চল্লিশ জন শিশুশিল্পী এতে অংশ নেয়। কর্মশালায় গুরু-শিষ্যদের যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে একের পর এক শিল্পকর্ম। উৎসবে মূলত ওই শিল্পকর্মগুলোই প্রদর্শিত হচ্ছে।  

প্রতিষ্ঠালগ্ন  থেকেই বঙ্গবন্ধুর জন্মদিনে এই উৎসব আয়োজন করে আসছে ‘ক্যানভাস’।  ইভেন্ট ম্যানেজমেন্ট করবে চৌরাস্তা মার্কেটিং অ্যান্ড কম্যুউনিকেশন, অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্টেশন করবে সেনাস্ত স্টুডিও। পেডিহোপ হসপিটাল থাকছে স্বাস্থ্য পরিচর্যা পার্টনার হিসেবে। এছাড়া গিফট পার্টনার হিসেবে থাকছে নাভানা। সেন্টার ফর অ্যাডভান্স নারচারিং অ্যান্ড ভিজ্যুয়াল আর্ট স্টাডিজ-(ক্যানভাস)  এবং নেসন হাট লিমিটেডের উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজিত  দিনব্যাপী  চলবে।

এইচএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।