ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ১৭ মার্চ ২০১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের কারণে মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বুধবার রাত ২টার পর থেকে মহাসড়কের এ যানজটের কালিয়াকৈরের চন্দ্র থেকে মির্জাপুরের জামুর্কী পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় বিস্তৃৃতি ঘটে। বৃহস্পতিবার সকালের দিকে যানজটের মাত্রা কিছুটা কমে আসলেও সকাল দশটার পর থেকে পুনরায় যানজটের সৃষ্টি হয়।

মির্জাপুর থানা, ট্রাফিক ও হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে। যানজটের কারণে তীব্র গরমে ও ধুলায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেশি দুর্ভোগে পড়েছেন নারী ও শিশু যাত্রীরা।

পুলিশ সূত্র জানান, টানা তিনদিনের ছুটি থাকায় বুধবার সন্ধার পর থেকে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পায়। সেই সাথে মহাসড়কে যানবাহনের চাপও কয়েকগুন বেড়ে গেছে। তাছাড়া জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে চার লেনের কাজ শুরু হওয়ায় বিভিন্ন স্থান থেকে মাটি ভর্তি ট্রাক মহাসড়কের বিভিন্ন স্থানে আনলোড করায় যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে যানবাহনের চালকেরা গতি কমিয়ে যান চালানোর কারণে যানজট বেড়ে যায় এবং এক পর্যায় তীব্র আকার ধারণ করে।

Mirzapur

পাবনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের চালক মো. শাহিন আলম বলেন, সকাল সাড়ে নয়টার দিকে টাঙ্গাইল বাইপাস এলাকায় যানজটে আটকা পড়েন। ৩০ কিলোমিটার মহাসড়ক পাড়ি দিতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে বলে তিনি জানান।

রাজশাহী থেকে ছেড়ে আসা একটি বাসের সুপারভাইজার মো. করিম মিয়া বলেন, সকাল সোয়া দশটার দিকে পাকুল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌছান। মির্জাপুর বাইপাস পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তা আসতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। যানজটে আটকা পড়ে গরমে ও রাস্তার ধুলায় যাত্রীসহ তাদের খুব কষ্ট করতে হচ্ছে।

বুড়িমারি থেকে ছেড়ে আসা পাথর ভর্তি ট্রাকের চালক মো. শহিদুর রহমান বলেন, বুধবার দুপুর দুইটার দিকে পাথর ভর্তি করে ঢাকার উদ্দ্যেশে যাত্রা করেন। পথিমধ্যে টাঙ্গাইল এসে যানজটে আটকা পড়েন। প্রায় আড়াই ঘণ্টা যানজটে আটকা থেকে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় মির্জাপুর পর্যন্ত আসতে পেরেছেন বলে তিনি জানান।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক জানান, মহাসড়কে চার লেনের কাজ শুরু হওয়ায় প্রচুর সংখ্যক মাটির ট্রাক চলছে। এ কারণে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, টানা তিনদিনে ছুটির কারণে মহাসড়কে যাত্রী ও বাসের চাপ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া মহাসড়কে চার লেনের কাজ শুরু হওয়ার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে থানা, হাইওয়ে ও ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করছেন বলে তিনি উল্লেখ করেন।

এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।