ভাঙ্গায় মুরগীর খামারে আগুন : নিহত ১
ফরিদপুরের ভাঙ্গায় মুরগীর খামারের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মহসিন মাতুব্বর নামের একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামে ছালাম মাতুব্বরের মুরগীর খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুনে পুড়ে খামারে থাকা ১৫শ মুরগীর বাচ্চা মারা গেছে।
ভাঙ্গা ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা শ্রীবাস বাড়ৈ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে গোটা খামারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় খামারে আটকা পরে অগ্নিদ্বগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মহসিন মাতুব্বর নামের এক জন।
এস.এম. তরুন/এফএ/আরআইপি