ভুয়া ভোটার রোধে সর্তক হতে হবে : জাবেদ আলী


প্রকাশিত: ০১:৫৩ পিএম, ১০ ডিসেম্বর ২০১৪

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যেন কোন ভুয়া ভোটার অন্তর্ভুক্ত হতে না পারেন সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী। বুধবার দিনাজপুরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর ২৩ লাখ জাতীয় পরিচয়পত্র বিতরণের জন্য পান। পর্যায়ক্রমে ১৬ লাখ কার্ড বিতরণ হলেও এখনও প্রায় ৭ লাখ আইডি কার্ড গ্রহণে কেউই আসেননি। তাদের প্রদত্ত ঠিকানায় অনুসন্ধান চালিয়েও তাদের পাওয়া যায়নি। তাই ভুয়া ভোটার যেন তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।

জাবেদ আলী বলেন, দিনাজপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে এখনও যারা অন্তর্ভুক্ত হতে পারেননি তারা ৩১ ডিসেম্বরের মধ্যে স্ব-স্ব উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ে নিজ উদ্যোগে যোগাযোগ করে ফরম পূরণ করতে পারবেন। আর যারা নাম তালিকাভুক্ত করার পরেও ছবি তুলেননি তারাও এই সুযোগ গ্রহণ করতে পারবেন ৩১ ডিসেম্বরের মধ্যে।

জানুয়ারির ১৫ তারিখের পর থেকে দেশে প্রথমবারের মত স্মার্ট কার্ড সরবরাহ করা হবে উল্লেখ করে তিনি বলেন, সারাদেশে শতকরা ৯৯ ভাগ স্থানে সার্ভার ষ্টেশন স্থাপন করা হয়েছে।

জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদারসহ উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।