যেভাবে অপহরণ হন জোহা


প্রকাশিত: ১২:২২ পিএম, ১৭ মার্চ ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ডলার চুরির তদন্তে সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ তানভির হাসান জোহা বুধবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। তবে তার পরিবার দাবি করছে- কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার কলাবাগানের নিজ বাড়িতে জোহার স্ত্রী কামরুন্নাহার জানান, বুধবার রাত সোয়া ১১ টায় কাজ শেষে কচুক্ষেত থেকে শেষবারের মতো ফোন দিয়েছিলেন জোহা। ফোন বলেছিলেন, ‘বাড়ি ফিরছি’। তবে সোয়া ১২ টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জোহার এক বন্ধুর বরাত দিয়ে কামরুন্নাহার বলেন, আমাকে ফোন দেয়ার পরপরই জোহা তার এক বন্ধুকে ফোন দেন। সে কচুক্ষেতে গিয়ে জোহার সঙ্গে সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হচ্ছিল। তবে সিএনজি ছাড়ার আগেই দুটি গাড়ি এসে তাদের সামনে থামে। সশস্ত্র কয়েকজন তাদের গাড়িতে তুলে নিয়ে চলে যায়।

মানিক মিয়া অ্যাভিনিউয়ের সামনে জোহার বন্ধুকে গাড়ি থেকে ফেলে দেয়া হলেও জোহাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি তার স্ত্রীর।

জোহার স্ত্রী আরো অভিযোগ করেন, বুধবার রাত থেকে রাজধানীর ক্যান্টনমেন্ট, কাফরুল ও কলাবাগান থানায় জোহার অপহরণ-নিখোঁজের জন্য জিডি করতে গেলে পুলিশ তার অভিযোগ আমলে নেয়নি।

এদিকে জোহা নিখোঁজের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হতে পারে। তবে গ্রেফতারের বিষয়টি আমি নিশ্চিত নই।’

এআর/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।