মোদিকে পাকিস্তানে আমন্ত্রণ
আগামী সার্ক সম্মেলনে উপস্থিত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ১৯তম সার্ক শীর্ষ সম্মেলনের এবারের স্বাগতিক দেশ পাকিস্তান। বৃহস্পতিবার নেপালে সার্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৩৭তম বৈঠকের এক পর্যায়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের হাতে আনুষ্ঠানিকভাবে এ আমন্ত্রণপত্র তুলে দেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ।
নেপালের ডেপুটি প্রধানমন্ত্রী কামাল থাপার সৌজন্যে প্রাতঃরাশে অংশ নেন দু’দেশের এই শীর্ষ ব্যক্তিরা। এরই ফাঁকে বৈঠকে মিলিত হন তারা। এবং মোদিকে সার্ক সম্মেলনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায় পাকিস্তান।
দ্বিপাক্ষিক আলোচনা শুরু করাতে দুই দেশ সম্মত হওয়ার পর এটা হবে সুষমা ও আজিজের দ্বিতীয় বৈঠক। এর আগে গত ডিসেম্বর মাসে মিলিত হয়েছিলেন স্বরাজ ও আজিজ। তবে পাঠানকোট হামলার পর সেই প্রক্রিয়া ধাক্কা খায়।
এদিকে এ বছর ১৯তম সার্ক সম্মেলন পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে। তার জন্য সার্কভুক্ত বিভিন্ন দেশকে প্রথা অনুযায়ী আমন্ত্রণ জানাতে শুরু করেছে পাকিস্তান।
এসএইচএস/পিআর