সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র গোলাম কিবরিয়া আর নেই
ফাইল ছবি : সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিরাজগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া (৬৬) আর নেই।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
সদাহাস্যজ্বল সৎ, মেধাবী এই রাজনীতিবিদের মৃত্যুতে সিরাজগঞ্জের সকল মহলে নেমে এসেছে শোকের ছায়া।
বিএ