একদিন জয়কে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ২৭ জুলাই ২০২৩

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সজীব ওয়াজেদ জয় তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন। একদিন তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। আগারগাঁওয়ে আইসিটি ভবনের অডিটোরিয়ামে এ সেমিনার হয়।

প্রযুক্তি খাতে জয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কম্পিউটারকে সহজলভ্য করতে ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এর ওপর থেকে ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব করি। তখন প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নিতে তৎকালীন অর্থমন্ত্রীকে বলেন। পরে জানলাম সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন, কম্পিউটারকে সুলভ ও মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে না পারলে, দেশে কম্পিউটারের প্রসার ঘটবে না।

একদিন জয়কে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে: মোস্তফা জব্বার

মন্ত্রী বলেন, আজকে স্মার্ট বাংলাদেশ ও ডিজিটাল বাংলাদেশ এসব ক্ষেত্রে তার অবদানের কথা বলছি। অন্ততপক্ষে এই স্বীকৃতি দেই বাংলাদেশ কম্পিউটার প্রসারের যাত্রাটা শুরু থেকেই হয়ে আসছে। ভ্যাটমুক্ত কম্পিউটার এটার পেছনের কারিগর সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয়ের জন্য বাংলাদেশে কম্পিউটারের ভিত্তি তৈরি হয়েছে।

সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, মাত্র সাড়ে ১৪ বছরে ডিজিটাল বাংলাদেশের যে অগ্রগতি তার স্তম্ভ তৈরি করেছেন সজীব ওয়াজেদ জয়। একটা স্বল্পোন্নত দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করার নকশা দিয়েছেন তিনি। প্রজন্মের পর প্রজন্ম নেতৃত্বের সুফল পেতে সজীব ওয়াজেদ কাজ করে যাচ্ছেন।

সেমিনারে আরও বক্তব্য রাখেন বাক্কোর সাধারণ সম্পাদক তৌহিদ হাসান, বিসিএস সভাপতি সুব্রত সরকার, স্টার্ট বাংলাদেশ লিমিটেডের এমডি সামী আহমেদ, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার প্রমুখ।

এনএইচ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।