চট্টগ্রামের বাটালি হিলে ওয়াচ টাওয়ার নির্মাণের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:২৫ এএম, ২৮ জুলাই ২০২৩

চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে উঁচু পাহাড় বাটালি হিলে ওয়াচ টাওয়ার নির্মাণের পরিকল্পনা গ্রহন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে এ বিষয়ে মতবিনিময় সভা আয়োজন করা হয়।

সভায় সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলী ও স্থপতিদের মতামত পর্যালোচনা করেন।

সভায় মেয়র বলেন, পাহাড়, নদী, সমুদ্রে ঘেরা প্রকৃতির লীলাভূমি চট্টগ্রামের নান্দনিকতাকে উপভোগ করতে চসিকের অর্থায়নে এ ওয়াচ টাওয়ার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ টাওয়ারকে নগরীর প্রধান পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হবে ।

সভায় প্রকল্পের উপর একটি প্রাথমিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্পের প্রধান স্থপতি সোহাইল মো. শাকুর এবং স্থপতি ইশতিয়াক জহির তিতাস।

jagonews24

এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, ঝুলন কুমার দাশ, মোহাম্মদ শাহীন উল ইসলাম চৌধুরী, নগর পরিকল্পনাবিদ আব্দুল্লাহ আল ওমর, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, আশিকুল ইসলাম, রিফাতুল করিম, সহকারী নগর পরিকল্পনাবিদ নুরুদ্দিন, বস্তি উন্নয়ন কর্মকর্তা মইনুল হোসেন আলী চৌধুরী।

প্র্রকল্প সংশ্লিষ্ট পরামর্শদাতা হিসেবে উপস্থিত ছিলেন সিডিএর ডিসিটিপি আবু ঈসা আনছারী, পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহ-সভাপতি সুভাষ চন্দ্র বড়ুয়া, আইইবির সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. হারুন ও দেলোয়ার হোসেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, প্রণয়নের স্থপতি মো. রিদওয়ান তানভীর, সাইহাম চৌধুরী, সিলভার ব্রিক্সের স্থপতি আসাদুজ্জামান চৌধুরী এবং অনিকেত চৌধুরী।

এমডিআইএইচ /এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।