কন্যায় সফলতা বৃষে স্বীকৃতি


প্রকাশিত: ০২:৩৪ এএম, ১৮ মার্চ ২০১৬

মেষ  [২১ মার্চ-২০ এপ্রিল] :  দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হয়ে পড়বে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহসংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে।  

বৃষ [২১ এপ্রিল-২০ মে] :  প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা সহজ হবে। প্রেমীযুগলের প্রেমবিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে।  সপরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগ দেবেন।

মিথুন [২১ মে-২০ জুন] :  কর্মক্ষেত্রে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হবে। ব্যবসাবাণিজ্যে অংশীদারদের সঙ্গের কলহ বিপদের মীমাংসা হওয়ায় ব্যবসায় লাভবান হতে পারেন।

কর্কট  [২১ জুন-২০ জুলাই] : টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে।  দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে।

সিংহ  [২১ জুলাই-২১ আগস্ট] :  ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে।

কন্যা  [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর] :  সফলতা আপনার চরণস্পর্শ করবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার আসতে পারে।

তুলা  [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর] :  পরিবারে খুশির জোয়ার বইবে।  হারানো সম্পত্তি পুনরুদ্ধার।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর] :  ব্যবসা-বাণিজ্যে লাভবান। শ্বশুরালয়ের সাহায্য পাবেন।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর] :  সুখশান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট হওয়ায় প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো করবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]   :  বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের পথ প্রশস্ত হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়ায় খাল কেটে কুমির আনার সমান হবে।

কুম্ভ  [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি] : ধন উপার্জনের সব রাস্তা খুলে যাবে। প্রেমীযুগল সকতর্কতার সঙ্গে চলাফেরা করুন।

মীন  [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ] :  কলহ মীমাংসা।দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় মীমাংসা হয়ে পড়বে তথা সচল হবে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।