অাবারো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উ. কোরিয়া


প্রকাশিত: ০৮:৫৫ এএম, ১৮ মার্চ ২০১৬

ফের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ দাবী করেছেন।

কর্মকর্তারা বলেন, পূর্ব উপকূল থেকে নিক্ষেপ করা ওই ক্ষেপণাস্ত্রটি প্রায় ৮শ কিলোমিটার দূরে সাগরের পানিতে পতিত হয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি উ.কোরিয়া।

সাম্প্রতিক সময়ে পরমাণু অস্ত্র পরীক্ষা ও মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর প্রতিবাদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের এক নির্দেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিষেধাজ্ঞা আরোপের একদিন পরেই দ্বিতীয়বারের মত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উ.কোরিয়া।

এ বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র বলেন, জাপান সাগরে দ্বিতীয়বারের মত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

এর আগে জানুয়ারির ৬ তারিখে পরমাণু অস্ত্র পরীক্ষা এবং ফেব্রুয়ারির ৭ তারিখে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে উ.কোরিয়া। উত্তর কোরিয়ার এই `অবৈধ` ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষার কারণে দেশটির ওপর কঠোর এবং আরো বিস্তৃত নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘ। সেসময় মার্কিন যুক্তরাষ্ট্রও নতুন করে পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।  

এসব নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। এতে করে কোরীয় উপদ্বীপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।