যে কারণে অক্টোবরে তফসিল ঘোষণার কথা বললেন সিইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ৩০ জুলাই ২০২৩
ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, তফসিলের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। তফসিল আমি তিনমাস আগে দিতে পারি, চারমাস আগেও দিতে পারি। কখন নির্বাচন করতে হবে তার আইন আছে। তফসিল কবে দিতে হবে, এ বিষয়ে কিন্তু আইনে বলা নেই। আমি আমার অনুমান থেকে সেপ্টেম্বরে তফসিলের কথা বলেছিলাম। পরে হিসাব মিলিয়ে দেখেছি অক্টোবরের আগে নয়।

রোববার (৩০ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: অক্টোবরে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে সিইসি আরও বলেন, তফসিল নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়নি, সিদ্ধান্তও হয়নি। ৯০ দিনের সঙ্গে মিলিয়ে সেপ্টেম্বরে তফসিলের কথা বলেছিলাম। পরে হিসাব মিলিয়ে দেখেছি অক্টোবরের আগে নয়।

তাহলে ভোট কি ডিসেম্বরে হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, অবশ্যই ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে নয়। এটি তো আমাদের রোডম্যাপে বলে দেওয়াই আছে যে, ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তফসিল আজকে দিলাম না কাল দিলাম ওটা তো ইমপোরটেন্ট নয়। নির্বাচন কবে হচ্ছে সেটাই ইমপোরটেন্ট।

আরও পড়ুন: অক্টোবরের আগে তফসিল নয়, ভোট হবে যথাসময়ে: সিইসি

তাহলে আগাম ভোট হচ্ছে না, অর্থাৎ যথাসময়ে নির্বাচন- জানতে চাইলে সিইসি বলেন, আগাম ভোট কীভাবে হবে? যদি তফসিল আজকে দিয়ে দিই তাহলে কি আগাম ভোট হবে? তফসিলের সঙ্গে তো ভোটের সম্পর্ক নেই। তফসিল আমি তিনমাস আগে দিতে পারি, চারমাস আগেও পারি। নির্বাচনের ব্যাপারে আইন আছে কখন ভোট করতে হবে। তফসিল কবে দিতে হবে, এ বিষয়ে কিন্তু আইনে বলা নেই।

তিনি বলেন, আমি আমার অনুমানে বলেছি, অক্টোবরের শেষ দিকে তফসিল হতে পারে। আবার নভেম্বরের প্রথম দিকেও হতে পারে। তবে এটি গুরুত্বপূর্ণ কিছু না। তফসিল নিয়ে অর্থা ভোটের কতদিন আগে তফসিল দিতে হবে এর কিন্তু কোনো আইন নেই। নরমালি ৫০ বা ৬০ দিন আগে তফসিল দেওয়া হয়।

আরও পড়ুন: রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমাধান চায় ইসি

এমওএস/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।