সকল খেলার মাঠ দখলমুক্ত করার দাবি
গোলাপবাগ মাঠসহ দেশের সকল খেলার মাঠ ও উন্মুক্ত স্থান দখলমুক্ত করার দাবি জানিয়েছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), গোলাপবাগ মাঠ রক্ষা আন্দোলন ও গ্রিন ভয়েস এ মানববন্ধনের আয়োজন করে।
মানবন্ধনে বক্তারা বলেন, আজ আমরা গর্বিত ও আনন্দিত কারণ দেশের খেলোয়াড়রা বিশ্বে দেশের ভাবমুর্তি উজ্জ্বল করছে। কিন্তু আমাদের আনন্দ হতাশায় পরিণত হচ্ছে। যখন আমরা দেখি খেলোয়াড়রা যেখানে থেকে তৈরি হবে সে মাঠগুলো অবৈধ দখলে চলে যাচ্ছে।
বক্তারা আরো বলেন, যেখানে সরকার খেলোয়াড় তৈরির জন্য নতুন সুযোগ করে দিবে, তা না করে তারা খেলার মাঠ ধ্বংস করছে। এভাবে চলতে থাকলে সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি কঠিন হয়ে পড়বে। তাই ঢাকাসহ দেশের যে সকল খেলার মাঠ এবং উন্মুক্ত স্থানসমূহ রয়েছে সেগুলো রক্ষা ও সংরক্ষণে সরকারের প্রতি দাবি জানান বক্তারা।
বাপার যুগ্ম সম্পাদক আলমগীর কবিরের সভাপতিত্ব মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, গোলাপবাগ মাঠ রক্ষা আন্দোলনের আহ্বায়ক মাইনুল ইসলাম, গ্রিন ভয়েস ঢাকা বিশ্ববিদালয়ের সমন্বয়কারী হীরক সরদার ও জগন্নাথ বিশ্ববিদালয়ের সমন্বয়কারী আব্দুস সামাদ প্রমুখ।
এএস/এএইচ/পিআর