অনুষ্ঠিত হলো ডুব চলচ্চিত্রের মহরত
অনুষ্ঠিত হলো নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত `ডুব` চলচ্চিত্রের মহরত। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয় এ ছবির মহরতের আনুষ্ঠানিকতা।
এসময় উপস্থিত ছিলেন হলিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খানসহ মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, বাংলাদেশের প্রযোজক আব্দুল আজিজ এবং ভারতের এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা প্রমুখ।
এসময় ফারুকী বলেন, `ডুব` ছবিটি নিয়ে অনেকদিন ধরে গোপনে কাজ করছিলাম। স্ক্রিপ্ট যখন লিখছিলাম ইরফান খানের কথা ভাবনায় ছিল। আগামী দেড় মাস কঠিন পরীক্ষা। আশা আছে ভালোভাবেই কাজটা শেষ করতে পারবো। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।`
সংবাদকর্মীদের প্রশ্নোত্তর পর্বে ফারুকী আরও জানান, `ছবি মুক্তির আগ পর্যন্ত কার কেমন চরিত্র কিংবা গল্পটা গোপন রাখার চেষ্টা করবেন।` অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাজ মাল্টিমিডিয়ার স্বত্ত্বাধিকারী আব্দুল আজিজ ও কলকাতার এসকে মুভিজের অন্যতম অংশীদার হিমাংশু ধানুকা।
ফারুকীর সহধর্মিনী তিশা বলেছেন, ‘এ ছবির চিত্রনাট্য খুবই সুন্দর। এমন চিত্রনাট্য তৈরির জন্য ফারুকীকে ধন্যবাদ। ইরফান খানকেও ধন্যবাদ এ ছবিতে যুক্ত হয়ে তার সঙ্গে কাজের সুযোগ দেওয়ার জন্য।’
মহরত অনুষ্ঠানে পরিচালক জানান, `ডুব` ছবিটির শুটিং শুরু হচ্ছে ২০ মার্চ থেকে ঢাকার বিভিন্ন এলাকায়। চলবে টানা এক মাস। এরপর কিছুটা বিরতি দিয়ে আবার দেশের বাইরে শুরু হবে এ ছবির চিত্রায়ন।
ডুব ছবির শুভ মহরতের বাকি ছবিগুলো দেখুন এখানে..
এনই/এইচএন/এবিএস