অনুষ্ঠিত হলো ডুব চলচ্চিত্রের মহরত


প্রকাশিত: ০৬:২০ এএম, ১৯ মার্চ ২০১৬
ছবি: মাহবুব আলম

অনুষ্ঠিত হলো নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত `ডুব` চলচ্চিত্রের মহরত। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয় এ ছবির মহরতের আনুষ্ঠানিকতা।

এসময় উপস্থিত ছিলেন হলিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খানসহ মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, বাংলাদেশের প্রযোজক আব্দুল আজিজ এবং ভারতের এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা প্রমুখ।

dub 

এসময় ফারুকী বলেন, `ডুব` ছবিটি নিয়ে অনেকদিন ধরে গোপনে কাজ করছিলাম। স্ক্রিপ্ট যখন লিখছিলাম ইরফান খানের কথা ভাবনায় ছিল। আগামী দেড় মাস কঠিন পরীক্ষা। আশা আছে ভালোভাবেই কাজটা শেষ করতে পারবো। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।`
 
সংবাদকর্মীদের প্রশ্নোত্তর পর্বে ফারুকী আরও জানান, `ছবি মুক্তির আগ পর্যন্ত কার কেমন চরিত্র কিংবা গল্পটা গোপন রাখার চেষ্টা করবেন।` অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাজ মাল্টিমিডিয়ার স্বত্ত্বাধিকারী আব্দুল আজিজ ও কলকাতার এসকে মুভিজের অন্যতম অংশীদার হিমাংশু ধানুকা।

dub

ফারুকীর সহধর্মিনী তিশা বলেছেন, ‘এ ছবির চিত্রনাট্য খুবই সুন্দর। এমন চিত্রনাট্য তৈরির জন্য ফারুকীকে ধন্যবাদ। ইরফান খানকেও ধন্যবাদ এ ছবিতে যুক্ত হয়ে তার সঙ্গে কাজের সুযোগ দেওয়ার জন্য।’

মহরত অনুষ্ঠানে পরিচালক জানান, `ডুব` ছবিটির শুটিং শুরু হচ্ছে ২০ মার্চ থেকে ঢাকার বিভিন্ন এলাকায়। চলবে টানা এক মাস। এরপর কিছুটা বিরতি দিয়ে আবার দেশের বাইরে শুরু হবে এ ছবির চিত্রায়ন।

                                                 ডুব ছবির শুভ মহরতের বাকি ছবিগুলো দেখুন এখানে..
এনই/এইচএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।