ফের তুরস্কে আত্মঘাতী হামলা : নিহত ৪
তুরস্কের ইসতাম্বুলের একটি প্রধান পর্যটক শপিং এলাকায় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে বিস্ফোরণে প্রাথমিকভাবে চারজন নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। শনিবার সকালের দিকে এ বিস্ফোরণ ঘটেছে।
ইসতাম্বুল প্রদেশের গভর্নর ভাসিপ সাহিনের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, আত্মঘাতী ওই বোমা হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছে।
এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ইসতাম্বুলের ইসতিকলাল স্ট্রিটে সপ্তাহের শেষে ব্যাপক জনসমাগম ঘটে। ওই এলাকায় বিস্ফোরণে ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে গত রোববার রাজধানী আঙ্কারায় এক হামলায় অন্তত ৩৭ জনের প্রাণহানি ঘটে। কুর্দিপন্থি একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করে বলছে, কুর্দিদের বিরুদ্ধে তুরস্ক সরকারের অভিযানের প্রতিশোধ নিতে ওই হামলা চালানো হয়েছে। গত মাসেও আঙ্কারায় এক বিস্ফোরণে কমপক্ষে ২৮ জন নিহত হয়।
এসআইএস/এবিএস