আ.লীগ ও বিদ্রোহীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা


প্রকাশিত: ১১:০০ এএম, ১৯ মার্চ ২০১৬

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ জাকির হোসেন ও বিদ্রোহী প্রার্থী খালিদুর রহমান বাবুর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় দুইটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খালিদুর রহমান বাবু জানান, ভোরে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর কর্মী-সমর্থকরা তার চাকলা, কুড়িকাউনিয়ার কলতলা ও সুভদ্রকাটি গ্রামের নির্বাচনী অফিসে ভাঙচুর চালায়। এসময় তারা আমার চাচা বিপুল তরফদারকেও পিটিয়ে আহত করে।

আওয়ামী লীগের দলীয় প্রার্থী শেখ জাকির হোসেন জানান, প্রতাপনগর ইউনিয়নের কর্মকারপাড়া ও হাইস্কুল মোড়ে অবস্থিত নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে বিদ্রোহী প্রার্থী বাবুর নেতাকর্মীরা। এসময় তারা দুইটি বোমার বিস্ফোরণ ঘটায়।

এ ব্যাপারে আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।