৩০ মিনিটের মূল্য ৪ কোটি রুপি!


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১৯ মার্চ ২০১৬

এটা কোন জুয়ার আসর নয়, কেবলমাত্র ক্রিকেট ম্যাচ। আর সেখানে মাত্র ৩০ মিনিটের মূল্য ৪ কোটি রুপি! ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে স্টারস্পোর্টসে মাত্র ৩০ মিনিট ধারাভাষ্য দেয়ার জন্য পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান পাবেন ৪ কোটি রুপি, এমনটাই জানিয়েছে ভারতের স্থানীয় কয়েকটি মিডিয়া।

১৯৯২ সালে প্রথম এবং শেষবারের মত বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। সেই বিশ্বকাপে বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বের জন্যেই সুনাম কুড়িয়েছেন ইমরান খান। এখনো তার রেশ ধরে এগিয়ে চলছে পাকিস্তান ক্রিকেট।

আজ কলকাতার ইডেন গার্ডেনে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালে দেখা যাবে তাকে। তিনি ছাড়াও দুই দেশের আরো ৬জন সাবেক অধিনায়ক থাকবেন মাঠে। সবাইকে সংবর্ধনা দেবে ভারত। ম্যাচ শুরুর ৪ ঘন্টা আগেই ভারতে পৌছান ইমরান খান।  

বিশ্বকাপে কখনও ভারতের বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান। বিশ্বকাপে জয় না পেলেও ইডেন গার্ডেন্সের পরিসংখ্যান অবশ্য পাকিস্তানের পক্ষেই কথা বলছে। এর আগে ইডেনে হওয়া চার ম্যাচের প্রত্যেকটিতেই জিতেছে পাকিস্তান।  

আরআর/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।