ভাঙ্গা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে


প্রকাশিত: ০৪:০৫ এএম, ২০ মার্চ ২০১৬

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ১৫টি কেন্দ্রে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত।

এ নির্বাচনে মেয়র পদে ৫ জন, ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন- আওয়ামী লীগের আবু ফয়েজ মো. রেজা (নৌকা), বিএনপির ওয়াহিদুজ্জামান মিয়া (ধানের শীষ), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. আসাদুজ্জামান (হাত পাখা), ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি মজিবুর রহমান নিক্সন সমর্থিত আবু জাফর মুন্সী (জগ) ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবুল ফজল প্রিন্স (নারিকেল গাছ)।  

ভাঙ্গা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানিয়েছেন, নির্বাচনে ২৪ হাজার ৬৬২ জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৩৪০ জন ও নারী ভোটার ১২ হাজার ৩২২জন।

পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ১৫টি ভোটকেন্দ্রে ৮১টি ভোটকক্ষে ভোটারগণ ভোট প্রদান করছেন। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক সংখ্যক পুলিশ, র্যাব এর পাশাপাশি এক ব্যাটেলিয়ন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এস.এম. তরুন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।