নাঙ্গলকোটে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:০২ এএম, ২০ মার্চ ২০১৬

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে ভোট বর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম মজুমদার (ধানের শীষ)। তিনি দুপুর ১২টার দিকে নাঙ্গলকোট বিএনপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন।

সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপি, কেন্দ্র দখল, নির্বাচনী এলাকায় বহিরাগত লোকজন নিয়ে তার কর্মী-সমর্থক ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং এসব বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নির্লিপ্ত থাকার অভিযোগ উত্থাপন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন- নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার নয়ন, পৌর বিএনপির সভাপতি নুরুল আমিন জসিমসহ দলের স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

কামাল উদ্দিন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।