ব্যারিস্টার শাকিলাসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা


প্রকাশিত: ১০:৩৮ এএম, ২০ মার্চ ২০১৬

ব্যারিস্টার ফারজানা শাকিলাসহ হামজা ব্রিগেডের ২৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র জমা দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। অভিযোগ পত্রে ১০২ জনকে সাক্ষী করা হয়েছে।

রোববার দুপুরে বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও শাখায় এ চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-৭ এর এএসপি রুহুল আমীন। জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেডের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে বাঁশখালী থানায় দায়ের করা মামলায় এ অভিযোগ পত্র জমা দেয়া হয়।

র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, সন্ত্রাস দমন আইনে করা মামলা অভিযোগপত্র দেয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন হয়।  মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর অভিযোগপত্রটি আজ আদালতে পাঠানো হয়েছে। এরমধ্যে অভিযুক্ত ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ ২১জন কারাগারে আছেন।

২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি বাঁশখালী সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড় থেকে  অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় বাঁশখালী থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়।

জীবন মুছা/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।