শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট প্রদানের আহ্বান


প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২০ মার্চ ২০১৬

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়াতে বিনামূল্যে ইন্টারনেট প্রদানের আহ্বান জানিয়েছেন স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর ইনচার্জ ও এফবিসিসিআই পরিচালক শোয়েব চৌধুরী।

শনিবার দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ আহ্বান জানান তিনি।

দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর টেলিকমিনিকেশন্স প্রাইভেট ব্রডকাস্টিং টিভি চ্যানেল, ক্যাবল টিভি নেটওয়ার্ক ও প্রিন্ট মিডিয়া বিষয়ক স্থায়ী কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিতু।

এছাড়াও উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর কো-চেয়ারম্যান এস এম আনোয়ার পারেভেজ ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

শোয়েব চৌধুরী বলেন, দেশে সাইবার নিরাপত্তা জোরদার করতে ও সাইবার আক্রমণ থেকে রক্ষা করতে সরকারকে সহযোগিতা করবে এফবিসিসিআই। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট প্রদানের ক্ষেত্রেও সহযোগিতার কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর প্রতিনিধি এস এম ওয়াহিদুজ্জামান বলেন, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিসিএস।

বিভিন্ন সময় অনেকেই পণ্য কিনে সার্ভিস না পাওয়া প্রসঙ্গে তিনি জানান, গ্রাহক যদি বিসিএসর সদস্যভুক্ত কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য কিনে প্রতিশ্রুত বিক্রয়োত্তর সেবা না পেয়ে থাকেন, সে ক্ষেত্রে সমিতির কাছে বিষয়টি জানানো হলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হয় এবং গ্রাহককে সেবা দেয়ার ব্যবস্থা করা হয়।
 
ক্যাবল টিভি অপারেটরদের পক্ষ থেকে মো. দ্বীন ইসলাম জানান, আগে ক্যাবল অপারেটরদের জন্য ফিড অপারেটর লাইসেন্স পেতে হলে সরকারকে চার হাজার টাকা ফি দিতে হতো যা এখন বৃদ্ধি পেয়ে ৩২ হাজার টাকা হয়েছে। ক্যাবল অপারেটরদের কল্যাণে এই চার্জ আরো অনুরোধ জানান তিনি।

আরএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।