অবশেষে কারাগারে জুনায়েদ
ধানমন্ডি লেকের সেই জুনায়েদ এখন কারাগারে। মন্ত্রী-মিনিস্টার তার কিছু করতে না পারলেও সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল তাকে জেলহাজতে পাঠিয়েছেন! রোববার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক কেএম শামসুল আলম তা নাকচ করে আসামিকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নুরুল হক এ তথ্য স্বীকার করে বলেন, আদালত থেকে তারা বিষয়টি নিশ্চিত হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল হকের নেতৃত্বে একটি দল জুনায়েদের সন্ধানে ডিস্টিলারি রোডের বাসায় গিয়ে তা তালাবদ্ধ দেখতে পায়। ওই বাড়ির লোকজন জানায়, তিনদিন আগেই বাসায় তালা মেরে জুনায়েদ তার বাবা মাকে সাথে নিয়ে বেরিয়ে যায়। পরে পুলিশ ওই এলাকা থেকে তথ্য সংগ্রহ করে সাধনা ঔষধালয়ের গলিতে জুনায়েদের ভাই-বোনের বাসায় গিয়েও তালাবদ্ধ দেখতে পায়।
তদন্তকারী কর্মকর্তা নুরুল হক সেদিন জানান, ‘ওর (জুনায়েদ) চৌদ্দ গোষ্ঠী উধাও হয়ে গেছে।’
তবে রোববার জামিনে প্রত্যাশায় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে কারাগারেই গেল জুনায়েদ।
এসএইচএস/পিআর