এইচ টি ইমামকে তারেকের আইনি নোটিশ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামকে লিগ্যাল(আইনি) নোটিশ পাঠিয়েছেন তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
সোমবার রেজিস্ট্রি ডাকযোগে এইচ টি ইমামের দুই ঠিকানায় (প্রধানমন্ত্রীর কার্যলয় এবং ১ হেয়ার রোড, ঢাকা-১০০০) এ নোটিশ পাঠান কায়সার।
নোটিশে বলা হয়, তারেক রহমান কয়েকবার পাকিস্তান গিয়েছেন এমন বক্তব্যের বিষয়ে এইচটি ইমামকে প্রমাণ দিতে অথবা তার কাছে ক্ষমা চাইতে হবে। দুই সপ্তাহের মধ্যে এইচটি ইমাম ওই বক্তব্য প্রমাণ করতে অথবা ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
গত ১৯ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, সরকারের কাছে সুস্পষ্ট তথ্য আছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে কয়েকবার পাকিস্তান গিয়েছিলেন।
তিনি আরো বলেন, খালেদা জিয়া লেডি লাদেন। আর তার ছেলে সম্পর্কে তো সবাই জানে। যে ব্যক্তি দাউদ ইব্রাহিমের মতো একজন আন্তর্জাতিক সন্ত্রাসীর সঙ্গে ওঠাবসা করতে পারে তার পক্ষে দেশের অমঙ্গল অসম্ভব নয়।
এফএইচ/এমএমজেড/এসকেডি/পিআর