মান্নার জামিন প্রশ্নে হাইকোর্টের রুল


প্রকাশিত: ০৮:৩১ এএম, ২১ মার্চ ২০১৬

রাষ্ট্রদ্রোহ ও উষ্কানির অভিযোগে গ্রেফতার হওয়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও ডাকসুর সাবেক ভিপি এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

‘মান্নাকে কেন জামিন দেয়া হবে না’ রুলের মাধ্যমে  তা জানতে চেয়েছেন আদালত। আগামী তিন সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টাদের উক্ত রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট।

মাহমুদুর রহমানের করা পৃথক আবেদনের শুনানি শেষে সোমবার হাই কোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

মঙ্গলবার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশিরউল্লাহ।

২০১৫ সালে রাজনৈতিক সংকট নিরসনে মান্নার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির টেলিফোনে কথা বলার দুটি অডিও ক্লিপ প্রকাশ হওয়ার পর ‘নিখোঁজ’ হন মান্না।

এর দুইদিন পর ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে পুলিশ মান্নাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।

এর মধ্যে সেনা বিদ্রোহে উষ্কানি দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি একটি মামলা হয় মান্নার বিরুদ্ধে। পরবর্তীতে ৫ মার্চ রাষ্ট্রদ্রোহের অভিযোগে আরও একটি মামলা করা হয়।

এফএইচ/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।