বগুড়ায় স্পিরিট পান করে একজনের মৃত্যু


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২১ মার্চ ২০১৬

বগুড়ার শেরপুর উপজেলায় রেক্টিভাইড স্পিরিট পান করে বিষক্রিয়ায় দুলাল মিয়া (২২) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরও ৩ জন। এদের মধ্যে গুরুতর অসুস্থ একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে (শজিমেক) ভর্তি করা হয়েছে। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রনবীরবাল গ্রামের চান্দু মিয়ার ছেলে।

অসুস্থরা হলেন, শাহবন্দেগী ইউনিয়নের মিয়া আকন্দের ছেলে মিনহাজ (২৮), বাগড়া চকপোতার আমিরুল (২৫) ও পল্লীবাস এলাকার রতন (২৪)। এদের মধ্যে মিনহাজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিনহাজের স্ত্রী নার্গিস বেগম জানান, রাতে চারজন মিলে সাধুবাড়ী পাকার মাথায় এক ঘরে বসে মদ পান করে। বাড়িতে যাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে মিনহাজকে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত দুলালের ভাগ্নে সোহেল জানান, দুলাল মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খান মো. এরফান জানান, স্পিরিট পান করে মারা যাবার খবর শুনেছি। নিহতের বাড়ি ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।