ধোনিকে ছাড়িয়ে গেলেন কোহলি
ক্রিকেট মাঠে ধোনিকে ছাড়িয়ে যাবেন কি না সেটা সময়ই বলে দেবে। আপাতত উপার্জনের দিক দিয়ে ধোনিকে ছাড়িয়ে গেলেন বর্তমান সময়ের অন্যতম সেরা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। ভারতের ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক ধোনি এতদিন সবচেয়ে বেশি টাকা আয় করতেন ব্রান্ড অ্যাম্বাসেডর ও ইন্ডোরসেসেমেন্ট থেকে। এবার এসব দিয়ে বিরাট কোহলি ধোনিকেও ছাড়িয়ে গেলেন।
ভারতের টেস্ট অধিনায়ক কোহলি তার ব্যাটে এমআরএফ লেখা ব্যবহার করার জন্য ৮ কোটি রুপি পেয়ে থাকেন। যেখানে মহেন্দ্র সিং ধোনি তার ব্যাটে স্পার্টান স্ট্রিকার লাগানোর জন্য পান ৬ কোটি রুপি। ক্রিস গেইলও তার ব্যাটে স্পার্টান স্ট্রিকান লাগিয়ে খেলেন; কিন্তু তিনি পান মাত্র ৩ কোটি রুপি।
যুবরাজ সিং তার ব্যাটে পুমা স্ট্রিকার লাগানোর জন্য পান ৪ কোটি রুপি, সুরেশ রায়না এবং রোহিত শর্মা স্পোর্ট ক্যাট স্ট্রিকারের জন্য পান ৩ কোটি রুপি, শিখর ধাওয়ান তার ব্যাটে এমআরএফ লাগানোর জন্য পকেটে ভরেন ৩ কোটি রুপি।
তবে টিভি সত্ত্ব থেকে আয়ের দিক দিয়ে এখনও এগিয়ে রয়েছেন ধোনি। টিভি সত্ত্ব থেকে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক আয় করেন ৮ কোটি রুপি। সেখানে কোহলির আয় ৫ কোটি রুপি।
আরআর/আইএইচএস/এবিএস