মাশরাফিদের জন্য ব্যাঙ্গালুরু হবে আরেকটি কার্ডিফ!


প্রকাশিত: ১১:৫২ এএম, ২১ মার্চ ২০১৬

২০০৫ সালের ১৮ জুন ক্রিকেট বিশ্ব এক নতুন ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ। তখনকার সময়ের এক নম্বর এবং দোর্দণ্ড প্রতাপে বিশ্ব ক্রিকেট শাসন করতে থাকা অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল বাংলাদেশ। তাও ঘরের মাঠে নয়। বিদেশ বিভূঁইয়ে, সেই ইংল্যান্ডের কার্ডিফের সোফিয়া গার্ডেন স্টেডিয়ামে। এখন পর্যন্ত অসিদের বিপক্ষে টাইগারদের একমাত্র সুখস্মৃতি। প্রায় এক দশক পর আবার আরও একটি কার্ডিফকে ফিরিয়ে আনার অপেক্ষায় টাইগাররা। ব্যাঙ্গালুরুতে এবার কি পারবে বাংলাদেশ?

১৯৯৯ সাল থেকে প্রায় এক দশক ক্রিকেট একচ্ছত্র রাজত্ব প্রতিষ্ঠা করেছিল অস্ট্রেলিয়া। টানা তিনটি বিশ্বকাপ জয় যার প্রমাণ। এর মাঝেই ২০০৫ সালে ইংল্যান্ডের কার্ডিফে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অসিদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, মাইক হাসি, গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেস্পি, ড্যামিয়েন মার্টিন, মাইকেল ক্লার্কদের মত ভয়ংকর সব ক্রিকেট তারকায় ঠাসা ছিল ওই সময়কার অস্ট্রেলিয়া দলটি। তবুও শক্তিধর সেই দলটিকে ২৪৯ রানে বেধে ফেলার পর, রান তাড়া করতে নেমে ৫ উইকেটের ব্যবধানে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুলের ১০০ রানের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে জয় ছিনিয়ে এনেছিল টাইগাররা।

২০০৫ এর সেই ম্যাচের পর ১৩ বার ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মোকাবেলা করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ৩ বার। একটি ম্যাচ পরিত্যক্ত হওয়া ছাড়া প্রতি ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ; কিন্তু সেই বাংলাদেশ আর এই বাংলাদেশে এখন আর এক নেই। দু’ই বাংলাদেশ দলের মধ্যে অনেক পার্থক্য। সর্বশেষ ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অসিদের মোকাবেলা করেছিল টাইগাররা। সেই টুর্নামেন্টের পর মাশরাফির হাতে দলের দায়িত্ব তুলে দেয়ার পর নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এরপর আর অসিদের মুখোমুখি হতে অনেকবার চেয়েও পায়নি মাশরাফিরা।

গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছিল অস্ট্রেলিয়ার; কিন্তু হঠাৎ করেই নিরাপত্তার অজুহাত দাঁড় করিয়ে বাংলাদেশ সফর স্থগিত করে তারা। এ নিয়ে অনেক কানাঘুষাও চলছিল তখন। কোনো কোনো ক্রিকেট বোদ্ধার মতে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশের সামনে ভঙ্গুর অস্ট্রেলিয়া আসতে ভয়ই পেয়েছিল। এরপর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি অস্ট্রেলিয়া। অথচ ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মত দলগুলোসহ সবাই এসেছে যুবাদের বিশ্বকাপ খেলতে এবং সফল একটি আয়োজন করে সকলের প্রসংসা কুড়িয়েছিল বাংলাদেশ। এরপর নির্দিধায় বলা যায়, সত্যিই বাংলাদেশকে ভয় পেয়েছিল অস্ট্রেলিয়া। না হয়, তারা অবশ্যই বাংলাদেশ সফরে আসতো।

অবশেষে অস্ট্রেলিয়াকে পেলো বাংলাদেশ। ভারতের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টিম বাংলাদেশ। কার্ডিফের সেই স্মরণীয় জয়ের সাক্ষী এখন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি স্বয়ং। তবে অস্ট্রেলিয়ার কেউ এখন এই দলে নেই।

সংস্করণ ভিন্ন হলেও আত্মবিশ্বাসী বাংলাদেশ। যদিও আগের দিন ক্রিকেট মোড়লদের অধিনস্ত আইসিসি ছিনিয়ে নিয়েছে দলের সেরা তারকা তাসকিন আহমেদকে। আর তাতে ক্ষতবিক্ষত টাইগাররা; কিন্তু ইতিহাস বলে সুস্থ বাঘের চেয়ে আহত বাঘই বেশি ভয়ংকর। সুতরাং, ব্যাঙ্গালুরু অপেক্ষায় রয়েছে, আরেকটি কার্ডিফ হতে।

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।