সিরিয়ায় অস্ত্রবিরতি নিয়ে মস্কোর আহ্বান যুক্তরাষ্ট্রের নাকচ


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২১ মার্চ ২০১৬

সিরিয়ায় তিন সপ্তাহের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। পরে অস্ত্রবিরতি ইস্যুতে মস্কো জরুরি আলোচনার অাহ্বান জানালে মার্কিন যুক্তরাষ্ট্র তা নাকচ করে দিয়ে বলছে, গঠনমূলক উপায়ে এ বিষয়টি ইতোমধ্যে নিয়ন্ত্রণ করা হয়েছে।

সোমবার রাশিয়ার সেনাবাহিনীর জেনারেল অব স্টাফ সিরিয়ায় অস্ত্রবিরতি চুক্তি নিয়ন্ত্রণের প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের জরুরি আলোচনায় বসায় আহ্বান জানান। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি কোনো সাড়া পাওয়া না যায় তাহলে ২২ মার্চ থেকে একতরফাভাবে কাজ করা হবে।

জেনেভায় যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন ইস্যুতে রাশিয়ার অভিযোগের বিষয়ে আমরা গণমাধ্যমে সংবাদ দেখেছি। এ ধরনের সংবাদ অবশ্যই ত্রুটিপূর্ণ, কারণ এই ইস্যু দীর্ঘসময ধরে ইতোমধ্যে আলোচনা করা হয়েছে এবং গঠনমূলক উপায়ে এই আলোচনা অব্যাহত রাখা হবে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।