ফরিদপুরে দিনে-দুপুরে শিক্ষিকা অপহরণ


প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২১ মার্চ ২০১৬

ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকা থেকে দিনে-দুপুরে মনিকা সাহা (৩৬) নামে এক স্কুল শিক্ষিকাকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ঝিলটুলীস্থ সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসে জোর করে তাকে তুলে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মনিকা সাহা সোনালী ব্যাংকের মোড় এলাকায় আসলে একটি সাদা রঙের মাইক্রোবাসে জোর করে টেনে তুলে দ্রুত নিয়ে যাওয়া হয়।

মনিকার স্বামী বলরাম পোদ্দর জানান, স্ত্রী মনিকা ও দুই সন্তানসহ শহরের ঝিলটুলী সোনালী ব্যাংকের পার্শ্ববর্তী একটি ভাড়া বাসায় থাকেন। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়।

অপহরণকারীরা অচেনা একটি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেছে। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে জানান, মনিকা ফরিদপুর সদরের চর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তবে বর্তমানে তিনি শহরের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তি সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, ওই শিক্ষিকার স্বামীর মৌখিক অভিযোগ তারা শুনেছেন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে শিক্ষিকা মনিকাকে উদ্ধারের জন্য পুলিশের বেশ কয়েকটি দল কাজ করছে। খুব তাড়াতাড়ি তাকে উদ্ধার করা সম্ভব হবে বলেও তিনি জানান।

এস.এম. তরুন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।