সীতাকুণ্ডে মেম্বার প্রার্থী আটক
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়ন যুবদল নেতা ও ৬ নং ওয়ার্ড থেকে বিএনপির মেম্বার প্রার্থী মো. রোকন উদ্দিন প্রকাশ ওরফে রোকন মেম্বারকে আটক করেছে র্যাব।
সোমবার রাত পৌনে ২টার দিকে ছলিমপুরস্থ নিজ বাড়ী থেকে রোকনকে আটক করে নেয়ার সময় স্থানীয়রা বাধা দেয়ার চেষ্টা করে। এসময় রোকনের সহযোগীদের সঙ্গে র্যাব-৭ এর সদস্যদের ব্যাপক গোলাগুলির ঘটনাা ঘটেছে বলে দাবি করে র্যাব। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আমিরুল্লাহ র্যাবের সঙ্গে গোলাগুলির বিষয়টি স্বীকার করে বলেন, রাতে সীতাকুণ্ডের ছলিমপুর এলাকায় রোকন নামে এক সন্ত্রাসীকে আটক করার সময় তার সহযোগী সন্ত্রাসীরা র্যাবের উপর গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সন্ত্রাসী রোকন উদ্দিনকে আটক করে নিয়ে আসা হয়। গুলিতে কয়েকজন সামান্য আহত হয়েছে বলে জানান তিনি।
জানা গেছে, সরকার বিরোধী আন্দালনের সময় মহাসড়ক অবরোধ, ভাংচুর এবং গাড়িতে আগুন দেয়ার ঘটনায় রোকনের নামে বেশ কয়েকটি মামলা দায়ের হয় সীতাকুণ্ড থানায়। এসব মামলায় উচ্চ আদালত থেকে রোকন জামিনে ছিলেন বলে বিএনপির দলীয় সূত্রে জানা গেছে।
বর্তমান এলাকার ইউপি সদস্য রোকন মেম্বার সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারো সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জীবন মুছা/জেএইচ/এমএস