উৎসবে উচ্ছ্বাসিত বাসাইলের ভোটাররা


প্রকাশিত: ০৬:০৪ এএম, ২২ মার্চ ২০১৬

দলীয় প্রতীকে প্রথমবারের মতো অনুষ্ঠিত ইউপি নির্বাচনে (২২ মার্চ) শান্তিপূর্নভাবে ভোট দিতে পারায় উচ্ছ্বাসিত ভোটারররা। সকাল থেকেই উৎসবে রুপ নিয়েছে পুরো সিরাজদিখানের বাসাইল ইউনিয়ন।

মঙ্গলবার সকাল ১০টায় মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার বাসাইল ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত  নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

স্থানীয়রা জানান, তাদের এলাকায় দলগত কোন বিবেধ নেই। সবাই নিজ দলের সমর্থনে কেন্দ্রে এসে প্রার্থীদের সমর্থনে কাজ করছেন।
আরাফাত আলী নামে এক ভোটার জাগো নিউজকে বলেন, আমাদের এলাকায় ভোটের দিন উৎসবের মতো আমেজ থাকে। কখনই কোন গণ্ডগোল হয় না।

এদিকে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই এলাকাবাসী স্বত:স্ফুর্তভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। ভোট কেন্দ্রে অনেক বয়োবৃদ্ধ নারী ও পুরুষের সরব উপস্থিতি এ ইউনিয়নের নির্বাচনে  ভিন্ন মাত্রা যোগ করেছে।

এমএম/জেইউ/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।