কমলনগরে ব্যালট পেপার ছিনতাই : ভোটগ্রহণ স্থগিত


প্রকাশিত: ০৮:০০ এএম, ২২ মার্চ ২০১৬

লক্ষ্মীপুরের কমলনগরে ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে পাটারিরহাট ইউনিয়নের দক্ষিণ চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪ নং-ওয়ার্ড) কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভোট চলাকালীন সময়ে দুর্বৃত্তদের ১ হাজার ৩শ ব্যালট পেপার ছিনতাই করার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বহিরাগত সন্ত্রাসীরা এসে ব্যালট পেপার ছিনতাই করে পালিয়ে যায়।
দক্ষিণ চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এ এইচ এম এহসানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজল কায়েস/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।