প্রতিবন্ধীরা মঞ্চায়ন করবে রোমিও অ্যান্ড জুলিয়েট


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২২ মার্চ ২০১৬

ইংরেজি সাহিত্যের অমর কথাশিল্পী ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের ৪০০তম মৃত্যুবার্ষিকীতে ঢাকার মঞ্চে আসছে বিখ্যাত নাটক ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’। ২৮ ও ২৯ মার্চ এটি মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।

রোববার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নাটকটি মঞ্চায়নের এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক, ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর ম্যাট পিউসে, গ্রায়ে থিয়েটার কোম্পানির ক্রিয়েটিভ ডিরেক্টর জেনি সিইলি, ঢাকা থিয়েটারের প্রধান নাসির উদ্দিন ইউসুফ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

সেখানে বলা হয় নাটকটিতে সিআরপি-বাংলাদেশ, ব্র্যাক, ব্রিজ ও গ্রায়ে থিয়েটারের ১৪ জন মেধাবী প্রতিবন্ধী শিল্পী অভিনয় করবেন।

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে নাটকটি নির্দেশনা দিয়েছেন নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফ ও যুক্তরাজ্যের গ্রায়ে থিয়েটারের আর্টিস্টিক ডিরেক্টর জেনি সিইলি।

ঢাকার মঞ্চায়ন শেষে বিভাগীয় শহরগুলোতে এ নাটক মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে ব্রিটিশ কাউন্সিলের।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।