ধনীরা অনেকেই রাজস্ব ফাঁকি দিতে চান: চসিক মেয়র
ধনী শ্রেণির অনেকেই রাজস্ব ফাঁকি দিতে চান বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। রোববার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় মেয়র এ কথা বলেন।
তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন যে রাজস্ব আদায় করে তা দিয়ে নগরীর সড়ক উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতসহ বিভিন্ন সেবামূলক খাতে ব্যয় করা হয়। এছাড়া এ রাজস্ব দিয়ে ৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৫৬টি স্বাস্থ্যকেন্দ্রসহ অনেকগুলো প্রতিষ্ঠান পরিচালিত হয়।
মেয়র বলেন, নাগরিকদের রাজস্ব প্রদানে যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, সেজন্য আপিলবোর্ড বসিয়ে নাগরিকদের রাজস্ব যৌক্তিক করা হয়েছে। তবে, ধনী শ্রেণির অনেকেই রাজস্ব ফাঁকি দিতে চান। কেউ প্রভাব খাটিয়ে রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করলে তা কীভাবে আদায় করতে হবে তা জানি।
এসময় চসিকের রাজস্ব বিভাগের কর্মীদের উদ্দেশ্যে মেয়র বলেন, প্রভাবশালীদের কোনো চাপে রাজস্ব আদায় বন্ধ করবেন না। রাজস্ব আদায় ঠেকাতে কেউ চাপ দিলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, আমি তা গ্রাহ্য করবো না। আপনারা আইনের মধ্যে থেকে কাজ করলে, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনাদের ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাশে থেকে তা ঠেকাবো।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চসিক সচিব খালেদ মাহমুদ, কাউন্সিলর মো. ইসমাইল, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ভূসম্পত্তি কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
ইকবাল হোসেন/এমএইচআর/জিকেএস