‘বাঁধনের’ রক্ত বিক্রি করতে গিয়ে আটক ১


প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২২ মার্চ ২০১৬

সাড়ে তিন হাজার টাকার চুক্তিতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের কাছ থেকে রক্ত সংগ্রহকালে এক প্রতারককে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে।

আটককৃত প্রতারক হলেন মাধারীপুরের আলী বেপারীর ছেলে মুন্না বেপারী। বর্তমানে সে শাহবাগ থানায় পুলিশি হেফাজতে আছেন। সে এক রোগীর অভিভাবককে বাঁধন ঢাবি জোনাল পরিষদ থেকে রক্ত সংগ্রহ করে দেয়ার বিপরীতে সাড়ে তিন হাজার টাকা চুক্তি করেছিল।

badhon

জানা গেছে, বাঁধন অফিসে বিনামূল্যে রক্তের জন্য আসা দুইজন রোগীর নিকট মুন্না বেপারী রক্ত ম্যানেজ করে দেয়ার কথা বলে সাড়ে তিন হাজার টাকা চায়। সে তাদের প্রয়োজনীয রক্তের গ্রুপ জানতে চায় এবং বাঁধনের ডোনার দিয়ে তাদেরকে রক্তের ব্যবস্থা করার জন্য চেষ্টা করতে থাকে। এই বিষয়ে সন্দেহ হলে রক্ত নিতে আসা লোকেরা বাঁধন কর্মীদের কাছে মুন্না বেপারীর সাড় তিন হাজার টাকা চুক্তির বিষয়টি জানায়। এরপর বাঁধন কর্মীরা তাকে জিঙ্গাসাবাদ করলে সে তার অপরাধের কথা স্বীকার করে। পরে তাকে শাহবাগ থানা পুলিশর নিকট হস্তান্তর করা হয়।

বাঁধন ঢাবি জোনের সভাপতি নাঈম রহমান বলেন, ‘বাঁধনে টাকা পয়সা নিয়ে লেনদেন হয় না। বিনামূল্যে রক্ত সরবরাহ করা হয়। সে আমাদের রক্ত নিয়ে টাকা নিতে চেয়েছিল। যার দরুণ তাকে আটক করে থানায় দেয়া হয়েছে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী জানান, ‘আমি বিষয়টি শুনেছি। পুলিশ পাঠিয়েছি। তাকে আটক করে শাহবাগ থানায় নেয়া হয়েছে।’

এমএইচ/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।