দিনে করতেন টার্গেট, ভোরে চুরি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৩ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩

আগে থেকে টার্গেট করা এলাকায় দলবেঁধে চুরি চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানা পুলিশ। পুলিশ বলছে, ভাড়া করা ট্রাকে শ্রমিকের বেশে ঝড়ের গতিতে মালামাল তুলে চুরি করে পালিয়ে যেতেন তারা।

গ্রেফতাররা হলেন- সেন্টু মাদবর, মো. মামুন, বিল্লাল হাওলাদার, মো. ইমন, রাশেদুল ইসলাম রাসেল ও মো. ইমরান হোসেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ১৬ আগস্ট মিরপুর ১ নম্বর এলাকার জনৈক নিয়ামত শিকদারের বাড়ির সামনে রাখা দুই টন রড ট্রাকে তুলে চুরি করে নিয়ে যায় একটি চোর চক্র।

jagonews24

এ ঘটনায় শাহ আলী থানায় মামলা রুজু হয়। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোর চক্রের সদস্য সেন্টু মাদবর ও মো. মামুনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন>> কাস্টমসের আটজন গ্রেফতার, উদ্ধার ৯৪ ভরি সোনা

তাদের কাছ থেকে চোরাই রড পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোর চক্রের অন্য সহযোগী বিল্লাল হাওলাদার, মো. ইমন, রাশেদুল ইসলাম রাসেল ও মো. ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুই টন চোরাই রড উদ্ধার করা হয়।

মফিজুর রহমান পলাশ আরও বলেন, গ্রেফতাররা দিনের বেলায় শহরের বিভিন্ন এলাকা ঘুরে প্রথমে টার্গেট নির্ধারণ করেন। পরে ভোরে সবাই মিলে ভাড়া করা ট্রাকে শ্রমিকের বেশে ঝড়ের গতিতে মালামাল তুলে চুরি করে পালিয়ে যান। তাদের দলে কাজ করেন ১০ থেকে ১৫ জন সক্রিয় সদস্য।

গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তাদের শাহ আলী থানায় রুজুকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

টিটি/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।