টি-টোয়েন্টিতে হাজারির ক্লাবে ধোনি


প্রকাশিত: ০৩:০৬ এএম, ২৪ মার্চ ২০১৬

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক তিনি। এমন স্বীকৃতি মিলেছে অনেক আগেই। নিজের দক্ষতা ও বুদ্ধিমত্তায় দলকে জয়ের স্বাদ দিয়েছেন বহুবার। বুধবার ভারতের চিন্নাস্বামী স্টেডিয়ামে টাইগারদের হারিয়ে আরেকবার নিজেকে প্রমাণ করেছেন তিনি।

অধিনায়ক হিসেবে সফল ধোনি বাংলাদেশের বিপক্ষে ম্যাচে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। টি-টোয়েন্টিতে হাজারির ক্লাবে নিজের নাম লিখিয়েছেন তিনি।

টি-টোয়েন্টিতে হাজারির ক্লাবে নাম লেখাতে তাকে খেলতে হয়েছে ৬৬টি ম্যাচ। তবে এর মধ্যে কোন অর্ধশতক নেই। তার সর্বোচ্চ রান ৪৬। স্ট্রাইক রেট ১২০.৭১।

ধোনির আগে আরো চারজন ভারতীয় ব্যাটসম্যান হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। তারা হলেন- বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না ও যুবরাজ সিং। ১৪৭০ রান নিয়ে ভারতীয়দের এই তালিকায় শীর্ষে আছেন কোহলি।

আরএ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।