বিশ্বকাপে ভারতই ফেভারিট : ধোনি
বিশ্বকাপে নিজেদের অন্যতম ফেভারিট হিসেবে দাবি করছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে ফেরার পর দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধেও সিরিজ জয়। আর এটাই আত্মবিশ্বাসী করে তুলেছে ভারত অধিনায়ককে। সঙ্গে ঘরের মাঠে খেলার সুবিধা তো রয়েছেই।
বিশাখাপত্তনমে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জেতার পর ধোনি বলেছেন, ‘ক্রিকেটের ছোট সংস্করণে আমরা বরাবরই অন্যতম কঠিন প্রতিপক্ষ। টি-২০ বিশ্বকাপ ভারতে হবে। বিশ্বকাপে আমরা অন্যতম ফেভারিট। স্পিনাররা আমাদের বাড়তি সুবিধা এনে দেবে। আইপিএলে খেলার অভিজ্ঞতাও কাজে লাগবে।’ তবে সাফল্য পেতে গেলে প্রতিপক্ষের মারকুটে ব্যাটসম্যানদের আগে ফেরাতে হবে বলে জানিয়েছেন ধোনি।
ধোনির কথায়, ‘টি-২০ ক্রিকেটে প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে ফারাকটা খুবই কম। আর সেটা ঘটাচ্ছে ব্যাটসম্যানরাই। অতএব সাফল্য পেতে গেলে বিপক্ষের বিগ হিটারদের বেঁধে রাখাটা অত্যন্ত জরুরি।’
সে সঙ্গে তিনি যোগ করেন, ‘নক আউট পর্বের প্রতি ম্যাচে নিজেদের সেরাটা উজার করে দিতে হবে। কারণ আমার কাছে নক আউট পর্ব অনেকটা লটারির মতো। আর সে জন্যই ধারাবাহিকতা বজায় রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা সিরিজে ভারতের মিডল ও লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানরা সেভাবে ব্যাটিংয়ের সুযোগ পাননি। এ ব্যাপারে ধোনি বলেছেন, ‘গত দুই সিরিজে আমাদের সকলে ব্যাট করার সুযোগ পায়নি। আসলে আমাদের ব্যাটিং লাইনআপ যে রকম গভীর, তাতে এরকম ইতিবাচক সমস্যা থাকবেই। তবু প্রয়োজনের সময়ে দলের ছয়, সাত ও আট নম্বর ব্যাটসম্যানকে বড় শট নিতেই হবে। এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।’
ধোনি আরও বলেছেন, ‘কে কতো রান করলো সেটা বড় কথা নয়। আসল বিষয়টা হচ্ছে যে, শেষদিকে কেউ যদি ৩ বা ৪ বল খেলে ১০-১৫ রান করে, সেটাও কম মূল্যবান নয়।’
টি-২০ বিশ্বকাপের আগে যশপ্রীত বুমরাহর মতো প্রতিভাবান ক্রিকেটারের উঠে আসাটা দলকে আরও সমৃদ্ধ করেছে বলেও মন্তব্য করেন ধোনি।
তিনি বলেছেন, ‘বুমরাহ ডেথ ওভারে ইয়র্কার দিতে পারে। আবার অশ্বিনের মতো তাকে দিয়েও বোলিং আক্রমণ শুরু করা যেতে পারে।’
আইএইচএস/বিএ