নির্বাচনের লোভ দেখিয়ে আ.লীগ এখন দেউলিয়া : দুলু
বিএনপি নেতাদের টেনে আওয়ামী লীগে যোগদান করানোতে আ.লীগের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
বুধবার রাতে লালমনিরহাটের আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরওবলেন, সারা দেশে বিএনপির দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানি করতেই শত শত মামলা দেওয়া হয়েছে। এ কারণে যখন দলটির নেতকর্মীরা মামলায় জর্জরিত তখন রাজনৈতিকভাবে দেউলিয়া আওয়ামীলীগ বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের লোভ দেখিয়ে দলে টানছেন। যা আওয়ামীলীগের দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ।
সাপ্টিবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান ও আদিতমারী উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুস সোহরাবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা।
উপজেলা বিএনপির আয়োজনে যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন লিমন, ছাত্রদল সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম প্রমুখ ।
রবিউল হাসান/এফএ/আরআইপি