উন্নয়নে দেশ বদলেছে, বদলাতে পারেননি খালেদা


প্রকাশিত: ০৪:৩৩ এএম, ২৪ মার্চ ২০১৬

আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ এমপি বলেছেন, ক্রমাগত উন্নয়নে দেশ বদলে গেছে। এর সূফল পেয়ে বদলাচ্ছে দেশের মানুষ। কিন্তু নিজেকে বদলাতে পারছেন না বেগম খালেদা জিয়া। বেগম জিয়া বলেন দেশের মানুষ ভাল নেই।

বুধবার বিকেলে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হাসান মাহমুদ এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, সাত বছর আগে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরে অঙ্গীকার করেছিল, ডিজিটাল হবে বাংলাদেশ। আজ দেশের ১৬ কোটি মানুষের মাঝে ১৩ কোটি মানুষের হাতে মোবাইল ফোন। এটাই ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে আনতেই আ.লীগের জন্ম হয়েছে। আ.লীগের ইতিহাস বাঙালীর ইতিহাস, আ.লীগের ইতিহাস স্বাধীনতার ইতিহাস। দেশে আ.লীগ ক্ষমতায় এলে গরীবের মুখে হাসি ফোটে। শতবর্ষ ধরে খাদ্য ঘাটতির দেশে এখন খাদ্য ঘাটতি আর নেই।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, তৃণমূল থেকে একজনকেই মনোনয়ন দেয়া হবে। মনোনয়নের ব্যাপারে বাংলাদেশ আ.লীগের মনোনয়ন বোর্ড কাজ করছে। কাজেই সজাগ থাকতে হবে মনোনয়ন পাবেন আ.লীগের যোগ্য নেতাকর্মীরা।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এড. সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এর গণ-সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। গণ-সংবর্ধনায় স্বাগত বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম। রামু গণ-সংবর্ধনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।