মার্কিন সেনাবাহিনীর তথ্য হ্যাকের অভিযোগ স্বীকার


প্রকাশিত: ০৪:৫৯ এএম, ২৪ মার্চ ২০১৬

মার্কিন সেনাবাহিনীর গোপন তথ্য হ্যাক করার এক পরিকল্পনায় জড়িত ছিলেন বলে অভিযোগ স্বীকার করেছেন চীনের সু বিন (৫০) নামে এক ব্যক্তি। কার্গো জেট, কার্গো উড়োজাহাজ ও অস্ত্রশস্ত্র নিয়ে কাজ করে এমন একটি গ্রুপের সদস্য বিন। খবর বিবিসির।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, সু বিন তার কাজ দিয়ে বাণিজ্যিকভাবে সুবিধা আদায় করতে চেয়েছিলেন। আর অর্থের বিনিময়েই এ কাজ করতে রাজি হয়েছিলেন বলে স্বীকার করেছেন তিনি।

২০১৪ সালে কানাডায় কাজ করার সময় তাকে গ্রেফতার করা হয়। বিনকে পাঁচ বছরের কারাদণ্ড এবং আড়াই লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়।

যুক্তরাষ্ট্রের কম্পিউটার নেটওয়ার্কে অবৈধভাবে প্রবেশের জন্য ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত চীনের অন্য আরো দু’জনের সঙ্গে বিন কাজ করেছেন বলে স্বীকার করে নিয়েছেন তিনি। তারা যেসব নেটওয়ার্কে প্রবেশ করার চেষ্টা করছিলেন তার মধ্যে ক্যালিফোর্নিয়াভিত্তিক সেনাবাহিনীর একটি বোয়িং ঠিকাদারী সিস্টেমও রয়েছে।

এর আগেও চীনের বিরুদ্ধে বহুবার মার্কিন সামরিক এবং অন্যান্য গোপন তথ্য চুরির অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।