ঝিনাইদহে ডিবি পুলিশ পরিচয়ে কলেজছাত্রকে অপহরণ
ঝিনাইদহে কলেজছাত্রকে ডিবি পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার ৬ দিন পেরিয়ে গেলেও তার খোঁজ না পাওয়ায় সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবে কলেজছাত্র আবুজার গিফারীর পরিবার এ সংবাদ সম্মেলন করেন।
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার চাপালী গ্রামের সেলুন কর্মী নুর ইসলাম লিখিত বক্তব্য পাঠকালে বলেন, তার একামত্র ছেলে আবুজার গিফারী যশোর এমএম কলেজের বাংলায় অনার্স ৩য় বর্ষের ছাত্র। গত ১৮ মার্চ নিজ গ্রামের মসজিদে জুম্মার নামায শেষে বাড়ি ফেরার পথে দুটি মটর সাইকেলে ৪ জন ব্যক্তি গিফারীর পথরোধ করে। তারা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গিফারীর হাতে হাতকড়া দিয়ে তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে তিনি ছেলেকে বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে ২২ মার্চ কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। নিখোঁজের ৬ দিন পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে তার ছেলেকে উদ্ধার করতে না পারায় তিনি এ সংবাদ সম্মেলন করে ছেলেকে ফিরে পাওয়ার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
এফএ/আরআইপি