বেতন স্কেল বাস্তবায়নের দাবি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের


প্রকাশিত: ০৮:২৩ এএম, ২৪ মার্চ ২০১৬

অষ্টম বেতন স্কেল আগামী ২৭ মার্চের মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আায়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুইয়া বলেন, সকল পেশায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা নতুন জাতীয় বেতন স্কেলে বেতন পেয়ে আসছে। কিন্তু বেসরকারি শিক্ষক কর্মচারীরা এখনও পুরাতন স্কেলে বেতন পাচ্ছে। ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে হিমসিম খেতে হচ্ছে।  

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সংগঠনের অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন, শিক্ষক নেতা অজিত কুমার সরকার, মাওলানা দেলোয়ার হোসেন, রকিব উদ্দিন খান, মোল্লা নজরুল ইসলাম, শাহাদাৎ হোসেন, অধ্যাপক আব্দুল হাকিম, জসীম উদ্দিন মাহমুদ, শামসুল হক ফারুখ  মহসিন কবির প্রমুখ।

এএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।